এক নজরে পিএইচপি (কন্সট্যান্ট, প্রিন্ট এফ) — ৩য় পর্ব

Md. Saifur Rahaman
2 min readMay 21, 2020

কন্সট্যান্টঃ

কন্সট্যান্ট এর নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজই হলো পরিবর্তন না হওয়া । কন্সট্যান্ট বলতে বুঝায় অপরিবর্তনশীল। যদি আমরা কোন ভ্যারিয়েবল এর মান পরিবর্তন করতে না চাই, তাহলে আমরা কন্সট্যান্ট ব্যাবহার করে থাকি।

কন্সট্যান্ট এর নাম সাধারনত বড় হাতের লেখা হয় । নামকরণের ক্ষেত্রে ভ্যারিয়েবলের মতই শুরুতে সংখ্যা ব্যবহার করা যায় না, নামটি কেইস সেনসিটিভ ।

প্রিন্ট এফ (printf)

কোডের আউটপুট প্রদর্শনের জন্য echo এর পরিবর্তে printf(); ব্যাবহার করা যায়। প্রিন্ট এফ ফাঙ্কশন টি ইকু থেকে আরও বেশি মজাদার। যেমন —

ভেরিয়েবল এর ডাটা গুলোকে সুয়াপ করে (উল্টিয়ে) দেখার জন্য দারুণ একটি ট্রিক্স অবলম্বন করা যায়। কিন্তু তখন প্রিন্ট এফ এ সিঙ্গেল কুট ইউজ করতে হবে। উদাহরণ —

প্রিন্ট এফ এ ভেরিয়েবল একবার পাস করা। উদাহরণ —

এস প্রিন্ট এফ (sprintf)

প্রিন্ট এফ মূলত কোন কিছু কে রিটার্ন না করে সরাসরি ইকু করে দেয় আমাদের আউটপুট শো করে। কিন্তু আমরা যদি কোন কিছুর আউটপুট না দেখাতে চাই, ইকু না করে যদি শুধু রিটার্ন করতে চাই পরবর্তীতে ব্যাবহারের উপযোগী করার জন্য, তখন প্রিন্ট এফ এর পরিবর্তে এস প্রিন্ট এফ ব্যাবহার করা হয়। উদাহরণ —

--

--