এক নজরে পিএইচপি (ল্যাঙ্গুয়েজ ব্যাসিকস)— ১ম পর্ব

Md. Saifur Rahaman
2 min readMay 21, 2020

পিএইচপি কিভাবে কাজ করে?

পিএইচপি ইঞ্জিন পিএইচপি ফাইল পড়ে লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে এবং আউটপুট দিয়ে থাকে। প্রত্যেকটি ইন্সট্রাকশনের পর লাইন শেষে সেমিকোলন ব্যাবহার করতে হয়। সেমিকোলন দেখে পিএইচপি বুঝে নেয় তার বর্তমান কাজটি কথায় শেষ হবে।

পিএইচপি ট্যাগ

যেকোনো পিএইচপি ফাইল শুরু করতে হয় বিশেষ একটি ট্যাগ ব্যাবহার করে। এই ট্যাগ টি দেখেই পিএইচপি ইঞ্জিন বুঝতে পারে যে এই জায়গা থেকে পিএইচপি কোড শুরু হয়েছে। তখন সে ঐ ট্যাগের মাঝখানের অংশ লাইন বাই লাইন এক্সিকিউট করে থাকে। আবার ট্যাগ শেষ হয়ে গেলে সে ধরে নেয় যে তার কাজ শেষ। আর নতুন পিএইচপি ট্যাগ না আসা পর্যন্ত ফাইলে যা আছে তা ঠিক তেমন ভাবেই আউটপুট দিয়ে দেয়।

পিএইচপি ট্যাগ শুরু করতে হয় <?php লিখে আর শেষ হয় ?> লিখে । ফাইলে যদি শুধু পিএইচপি কোডই থাকে তাহলে ট্যাগ ক্লোজ না করলে ও চলে ।

এখানে আমরা প্রথমে এইচটিএমএল আউটপুট করলাম, এরপর একটা পিএইচপি ব্লক তারপর আবার আগের মতই এইচটিএমএল ।

আউটপুট প্রদর্শন করাঃ

পিএইচপি তে কোন কিছু দেখানোর জন্য বা আউটপুট প্রদর্শন করার জন্য echo ব্যবহার করা হয়।

কমেন্টস

কমেন্টস হলো কোড এর একটি অংশ যেটা পিএইচপি ইঞ্জিন ইগনোর করে থাকে। আর কমেন্টস বলতে নোট করা কে বুঝায়। কোন কোড এর ব্যাখ্যা লিখার জন্য কোড এর পাশে ছোটো ছোটো আকারে নোট করা হয়। কমেন্টস সাধারণত ২ ধরনের হয়ে থাকে।

  • Single Line Comment
  • Multi-line Comment

সিঙ্গল লাইন কমেন্ট এর শুরু থেকে লাইনের শেষ পর্যন্ত কমেন্ট হিসেবে বিবেচিত হয় । মাল্টিলাইন কমেন্ট সাধারনত একাধিক লাইন জুড়ে হয় । তবে কমেন্টের শুরু (/*) আর শেষ (*/) এক লাইনেও হওয়া সম্ভব ।

--

--